ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



বক্তব্য রাখেন ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমদাদুলক হক সেলিম, ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) রিফাত খান রাজিব, আছিম পাটুলী ইউপি চেয়ারম্যান এস এম, সাইফুজ্জামান, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামছুল হক মাস্টার, প্রধান শিক্ষক আ. রাজ্জাক, উপজেলা যুবলীগ সভাপতি রহুল আমীন, ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

পরে স্থানীয় এমপি মোসলেম উদ্দিনকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও মানপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।