নীলফামারী: নীলফামারী জেলা শহরের কালীবাড়ি মোড়ে ক্ষেতমজুর সমিতির পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ক্ষেতমজুর সমিতির নতুন সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন-বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, কৃষক সমিতির সভাপতি নূরুল ইসলাম, সিপিবি নেতা গদাধর বম্মর্ণ, রমেন সিংহ, প্রিন্স চাকলাদার, ত্রৈলক্ষ্য রায়, প্রাণ কুমার রায় প্রমুখ।
সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা ক্ষেতমজুর সমিতির নতুন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
পরে সেখানে শ্রীদাম দাসকে সভাপতি ও মোস্তাক আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের জেলা ক্ষেতমজুর সমিতির ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
টিআই