ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গুরুতর আহত তারেকের জন্য মেডিকেল বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
গুরুতর আহত তারেকের জন্য মেডিকেল বোর্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীতে হামলায় গুরুতর আহত কবি তারেক রহিমের চিকিৎসায় নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এহসান মাহমুদকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

তারেক রহিমসহ হামলায় আহত তিনজনই ঢামেকে চিকিৎসাধীন।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নিউরোসার্জারি বিভাগের ‍অধ্যাপক এহসান মাহমুদকে প্রধান করে গঠিত এ মেডিকেল বোর্ডে অর্থোপেডিকস, নিউরোসার্জারি, মেডিসিন ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের রাখা হয়েছে।

মেডিকেল বোর্ড ইতোমধ্যে তারেক রহিমের চিকিৎসা শুরু করে দিয়েছে বলেও জানান ঢামেক পরিচালক।

ব্রি. জে. মিজানুর রহমান জানান, সকালে তারেক রহিমের প্রাথমিক ‍অপারেশন হয়েছে। গুলি এখনও তার পেটেই আছে এবং তিনি পোস্ট-‍অপারেটিভে রয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে তারেকের বাম হাতে এতো গভীর ক্ষত হয়েছে যে, চিকিৎসকরা এখন তার বাম হাতটি বাঁচানোর উপায় খুঁজছেন।

তারেক রহিম এখনও আশঙ্কামুক্ত নন বলেও জানান ঢামেক পরিচালক।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে কবি তারেক রহিম, প্রকাশনীর স্বত্বাবাধিকারী ও লেখক আহমেদুর রশীদ টুটুল এবং লেখক-গবেষক রণদীপম বসুর ওপর হামলা চালায় চারজন যুবক। তারা এ তিনজনকে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনজন।
 
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এজেডএস/এমআইকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।