ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় জাতীয় যুব দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
খুলনায় জাতীয় যুব দিবস পালিত

খুলনা: ‘জেগেছে যুব জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে খুলনায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০১৫।

‌এ উপলক্ষে রোববার (০১ নভেম্বর) সকাল থেকেই খুলনা যুব উন্নয়ন অধিদফতরে আলোচনা সভা, র‌্যালি, বৃক্ষরোপণ, যুব সমাবেশ, যুব ঋণের চেক ও যুব কল্যাণ তহবিল অনুদানের চেক বিতরণসহ রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



এদিকে খুলনা যুব উন্নয়ন অধিদফতর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

তিনি বলেন, যুবশক্তিকে কাঙ্খিত উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে যুবকদের জন্য উপযোগী নতুন নতুন কার্যক্রম গ্রহন করে তা বাস্তবায়ন করে যাচ্ছে। যুবসমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করতে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বিপিএম। সভায় স্বাগত বক্তব্য রাখেন খুলনা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক খান মাহবুব উজ্জামান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১৮ জন যুবকদের মাঝে ৭ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক এবং ৮ যুবকের মাঝে ১ লাখ ৬৫ হাজার টাকার কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ তুলে দেন।

এর আগে সকালে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে শিববাড়ী মোড় থেকে বর্ণাঢ্য ৠালি বের করা হয়।   ৠালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাডাঙ্গা যুব ভবনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা,  নভেম্বর ০১, ২০১৫
এমআরএম/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।