ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কর্মচারী রিয়াদ হত্যা

ঘরোয়া হোটেল মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ঘরোয়া হোটেল মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুঠোফোন চুরির অভিযোগে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী রিয়াদ (১৬) হত্যাকাণ্ডের প্রধান আসামি ও ওই হোটেল মালিক আরিফুল ইসলাম ওরফে সোহেলসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
 
রোববার (০১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানান বক্তারা।

এ সময় তারা আরিফুল ইসলামকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

শ্রমিক নিরাপত্তা ফোরাম’র (এসএসএফ) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা অভিযোগে একজন কিশোরকে নির্মমভাবে হত্যা করে যে জঘন্য কাজ করেছে হোটেল মালিক, তা ক্ষমার অযোগ্য। এ ধরনের খারাপ লোকদের শাস্তি না দিলে অপরাধীরা পার পেয়ে যাবে, বারবার এ রকম ঘটনা ঘটতেই থাকবে। তাই এদের এমন শাস্তি দেওয়া উচিত যেন, তা সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। শ্রমিকদের পরিশ্রমের ফল ঘরে তুলবে কিন্তু তাদের সম্মান করবে না, এটা কখনো মেনে নেওয়া যায় না।
 
বক্তারা আরও বলেন, ওই হোটেল মালিকের বিরুদ্ধে এর আগেও শ্রমিক নির্যাতনের অনেক অভিযোগ পাওয়া গেছে। তাই কোনোভাবেই সে যাতে পার পেতে না পারে, সেদিকে প্রশাসনসহ সবার নজর রাখা উচিত।
 
মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’র যুগ্ম মহাসচিব জাফরুল হাসান, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন প্রমুখ।
 
গত ২৭ অক্টোবর রাতে ৭৩ নম্বর স্বামীবাগে ঘরোয়া হোটেলের কর্মচারীদের মেসে নিয়ে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
একে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।