সুনামগঞ্জ: প্রডাকশন ওয়ারেন্টকে জামিননামা ভেবে তিন আসামিকে মুক্তি দেওয়ার অপরাধে সুনামগঞ্জের ডেপুটি জেলার আব্দুস সোবহান, কারারক্ষী সামছুজ্জামান ও জিয়া উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (০১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা সুপার (তত্ত্বাবধায়ক) আজিজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার আইজি প্রিজন মহা কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সুনামগঞ্জের ডেপুটি জেলার আব্দুস সোবহান ও একই জেলের কারারক্ষী সামছুজ্জামান এবং জিয়া উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন।
তিনি আরো জানান, একটি ছিনতাই মামলার শুনানির জন্য আসামি রোমেন, পাপ্পু ও তারেককে ২৮ অক্টোবর সুনামগঞ্জের একটি আদালতে নেওয়ার জন্য আদালত কারাগারে প্রডাকশন ওয়ারেন্ট পাঠান। এ ওয়ারেন্টকে জামিননামা ভেবে ডেপুটি জেলার ও দুই কারারক্ষী আসামিদের মুক্তি দিয়ে দেন।
২৮ অক্টোবর আসামিদের আদালতে হাজির না করায় মামলার তদন্তকারী কর্মকর্তা কারাগারে যোগাযোগ করে জানতে পারেন আসামিরা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি জেলা পুলিশসহ সব থানায় জানানো হয়।
পরে ওই দিনই আসামি রোমেনকে এবং ২৯ অক্টোবর অপর আসামি পাপ্পু ও তারেককে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।
২৫ অক্টোবর একটি গাড়ি ছিনতাইকালে জনতা ওই তিন ছিনতাইকারীকে আটক করে ছাতক থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ ওই দিনই মামলা দিয়ে তাদের আদালতে পাঠায়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নিদের্শ দেয়। ২৮ অক্টোবর তাদের পরবর্তী শুনানির দিন ছিল।
আসামি পাপ্পু নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের কলমধর আলীর ছেলে, রোমেন পাটিবাগ গ্রামের মৃত আলাবুরের ছেলে ও আবুল খয়েরের ছেলে তারেক(২০)।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএ