ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নাঙ্গলকোটে ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি পোস্ট করায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
নাঙ্গলকোটে ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি পোস্ট করায় গ্রেফতার ৩ ছবি: প্রতীকী

কুমিল্লা: ফেসবুকে এক গৃহবধূর অশ্লীল ছবি পোস্ট করায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শামিরখিল গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কয়েক মাস আগে ফেসবুকে এক গৃহবধূর অশ্লীল ছবি পোস্ট করে ওই তিনজন। এ ঘটনায় সম্প্রতি ভুক্তভোগী গৃহবধূ তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা করেন। এর ভিত্তিতে শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।