ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পরাগ খেলাঘর আসরের সম্মেলন সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
পরাগ খেলাঘর আসরের সম্মেলন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পরাগ খেলাঘর আসরের সম্মেলন সম্পন্ন হয়েছে।

সিংগাইর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।

সম্মানিত অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান, ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীর সাহা, কোহিনুর আক্তার শিল্পী, খেলাঘর মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মীর মোকছেদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন পরাগ খেলাঘর আসরের সহ সভাপতি খেলাঘর জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক জগদীশ চন্দ্র মালো।

উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অধ্যাপিকা পান্না কায়সার ও জগদীশ চন্দ্র মালো।

সম্মেলনে আতাউর রহমানকে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট আসরের নতুন কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।