ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পরাগ খেলাঘর আসরের সম্মেলন সম্পন্ন হয়েছে।
সিংগাইর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।
সম্মেলনে সভাপতিত্ব করেন পরাগ খেলাঘর আসরের সহ সভাপতি খেলাঘর জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক জগদীশ চন্দ্র মালো।
উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অধ্যাপিকা পান্না কায়সার ও জগদীশ চন্দ্র মালো।
সম্মেলনে আতাউর রহমানকে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট আসরের নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫