ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শারদীয় দুর্গোৎসব

কেরাণীগঞ্জে রামকৃষ্ণ মিশনের বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
কেরাণীগঞ্জে রামকৃষ্ণ মিশনের বস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগে কেরাণীগঞ্জ থানার পহৃর্বদী রামকানাই মন্দির প্রাঙ্গণে দুস্থ ও গরিব মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ সহস্রাধিক দুস্থ নারী-পুরুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন।



এ সময় মিশনের সন্যাসী স্বামী দিব্যযোগানন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জজ মিঞা, মন্দিরের পুরোহিত ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে কেরাণীগঞ্জ মডেল থানার মালঞ্চ আশ্রমে গরিব মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খান, মন্দিরের সেবায়েত ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।