ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাড্ডায় দারোয়ানের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
বাড্ডায় দারোয়ানের রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় সোহেল (২১) নামে এক দারোয়ানের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



সোহেল বরিশালের মুলাদী উপজেলার এমদাদুলের ছেলে। তিনি বাড্ডা ইউসুফ স্কুলের পাশে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

তার পরিবারের সদস্যরা জানান, বুধবার (১৪ অক্টোবর) দক্ষিণ বাড্ডা জাগরণী সংসদের পাশে একটি নির্মাণাধীন ভবনে দারোয়ানের চাকরি নেয় সোহেল। সকালে তার মোবাইল ফোন থেকেই স্থানীয়রা পরিবারের সদস্যদের জানান, সোহেল নির্মাণাধীন ভবনের পাশে রাখা বালুর ওপর অচেতন অবস্থায় পড়ে আছে।

সোহেল বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল বলেও জানান তারা।

পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।