জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম সংলগ্ন জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়ে রেজাউল ইসলাম (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনি গুলিবিদ্ধ হন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ডাকাতরা শুক্রবার রাতে কোমরগ্রাম পুলিশ বক্সের পশ্চিম পাশে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করছিল। এসময় পুলিশের টহলদল সেখানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও এসময় পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে বাকিরা পালাতে পারলেও রেজাউল নামে ওই ডাকাতের দুই পায়ে গুলি লাগে।
এ অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআই