ঢাকা: দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি দাবি করে বলা হয়, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পাঁচদিন ধরে চলা এ পূজা উৎসবে হিন্দু সমাজের সবাই পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার জন্য উন্মুখ থাকেন। কিন্তু দুর্গাপূজায় একদিনের ছুটি থাকায় হিন্দুদের বহু আকাঙ্খিত এ দিনগুলো আনন্দময় হয় না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র ও চালনা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. অচিন্ত কুমার মণ্ডল, হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে, মহিলা হিন্দু মহাজোটের আহবায়ক ড. সোনালী দাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএসএস/এএসআর