ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ মায়ানমারের নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ইয়াবাসহ মায়ানমারের নাগরিক আটক প্রতীকী ছবি

ঢাকা: ২০ হাজার পিস ইয়াবাসহ মায়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলানিউজকে জানান, শনিবার  (১৭ অক্টোবর) সকাল ৭ টায় টেকনাফের গফুর প্রজেক্ট এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মায়ানমারের ওই নাগরিককে আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

এছাড়াও শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাত দেড়টায় টেকনাফের স্লুইসগেট এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ইয়াবাসহ আটককৃত মায়ানমারের নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এনএইচএফ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।