ঢাকা: ৩৪তম বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে আবেদন আহ্বানের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্যাডার বঞ্চিতরা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নন-ক্যাডার পদে মনোনয়ন পাওয়া শতাধিক প্রার্থী মানববন্ধনে অংশ নেন।
রোববার (১৮ অক্টোবর) থেকে আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদ পাননি তাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দিতে গত ১৫ অক্টোবর আবেদন আহ্বান করে পিএসসি।
এর আগে গত ২৯ আগস্ট প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ৩৪তম বিসিএসে ছয় হাজার ৫৮৪ জন পাস করে। কিন্তু পদ স্বল্পতায় এদের মধ্য থেকে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা- ২০১০ অনুযায়ী ৩১তম বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া শুরু করে সরকার।
অনিয়ম-দুর্নীতি এবং পদ থাকা সত্ত্বেও ক্যাডার পদ না দেওয়ার অভিযোগ তুলে উত্তীর্ণ ৩৪তম বিসিএসের বাকি প্রার্থীরা পুনর্বার ফল প্রকাশের দাবিতে আন্দোলন করছেন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমআইএইচ/এমজেএফ/