নীলফামারী: নীলফামারী জেলায় রোববার সকাল-সন্ধ্যা ধর্মঘট ডেকেছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
সম্প্রতি দুই চালকে নির্যাতন করে মামলা দেওয়ার প্রতিবাদে এবং জেলার সকল সড়ক থেকে শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমন, ইজিবাইক ও পাগলু চলাচল বন্ধের দাবিতে শনিবার (১৭ অক্টোবর) এ ধর্মঘট আহ্বান করে সংগঠনটি।
ধর্মঘটে একাত্মতা প্রকাশ করেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সম্প্রতি ডিমলা উল্লাস পরিবহনের চালককে ডিমলা এলাকায় নির্যাতন এবং ঠাকুরগাঁওয়ে মেহেরুন পরিবহনের চালককে নির্যাতন করে তাদের নামেই মামলা করার প্রতিবাদ জানিয়ে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
এছাড়াও সড়ক দুর্ঘটনা রোধে দীর্ঘদিন যাবৎ পাগলুসহ শ্যালো ইঞ্জিন চালিত যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এটি