ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পোড়াদহ জংশনে ডাউন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
পোড়াদহ জংশনে ডাউন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে আন্তঃনগর ৭৫৬ মধুমতি এক্সপ্রেস ডাউন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-রাজশাহী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।



শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহী থেকে গোয়ালন্দ যাওয়ার পথে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ট্রেনটি
রাজশাহী থেকে গোয়ালন্দ যাচ্ছিল। পথে পোড়াদহ জংশনে লাইন পরিবর্তন করার সময় ট্রেনটির ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরো জানান, এতে খুলনা-রাজশাহী ডাউন লাইন বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য বার্তা দেওয়া হয়েছে। শিগগিরই উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন সরালে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।