জয়পুরহাট: জয়পুরহাটে বাস থেকে ৩০৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-পাঁচের জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট পৌর এলাকার বান্দা বটগাছ এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন-জয়পুরহাট পৌর শহরের বিশ্বাসপাড়ার হারুন অর রশিদের ছেলে আবু ইউসুফ আলী (৩৫) ও নতুনহাট শেখপাড়ার মোকলেছুর রহমানের ছেলে রোকন হোসেন (৩৪)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এসময় ৩০৮ গ্রাম হেরোইন পাওয়ায় বাসের ওই দুই যাত্রীকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় শনিবার বেলা ১১টায় জয়পুরহাট সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআই