ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সার্ক দেশগুলোর হিসাববিদদের সম্মেলন শুরু রোববার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
সার্ক দেশগুলোর হিসাববিদদের সম্মেলন শুরু রোববার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘অর্থনীতির পুনর্গঠনে প্রয়োজন শিল্প ও সেবা খাতে উন্নতি সাধন’ এই প্রতিপাদ্যে রোববার (১৮ অক্টোবর) ঢাকায় শুরু হচ্ছে ‘সাউথ এশিয়ান ফেডোরেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সম্মেলন-২০১৫’।

শনিবার (১৭ অক্টোবর) হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমবি) প্রেসিডেন্ট সৈয়দ মো. শাইখুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আবদুর রহমান খান, কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম প্রমুখ।

দু’দিনব্যাপী এ সম্মেলনে দক্ষিণ এশীয় অঞ্চলের পেশাজীবী হিসাববিদরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে শাইখুল ইসলাম বলেন, ২০০৮ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন দেশ নিজ নিজ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়। তারপরও অর্থনীতি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। এর অর্থ হতে পারে, অর্থনীতির পুর্নগঠনে সংস্কার কর্মসূচিগুলো সঠিক, পর্যাপ্ত ও যুগোপযোগী নয়। বিষয়টি মাথায় রেখেই এবারের সম্মেলনের প্রতিপাদ্য বাছাই করা হয়েছে।

তিনি বলেন, সাফা অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থনৈতিক পুনর্গঠন কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। এ সম্মেলনের উদ্দেশ্য এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক পুনর্গঠনের অভিজ্ঞতা বিনিময়, যাতে প্রতিটি দেশ তাদের সঠিক পরিকল্পনা নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।

আইসিএমএবি প্রেসিডেন্ট আরও যোগ করেন, বর্তমান বাস্তবতায় এ অঞ্চলের কোনো একটি দেশের পক্ষে এককভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব।

সেজন্য উত্তেজনা হ্রাস ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এ উদ্দেশ্যে সাফা সম্মেলনে প্রস্তাবিত সুপারিশগুলো অংশগ্রহনকারীরা নিজ নিজ দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পেশ করবে। সেখান থেকে দেশের জন্য মঙ্গলজনক বিষয়গুলো নীতি নির্ধারকরা গ্রহণ করবেন বলে আশা করি।   

এছাড়া এই সম্মেলন পেশাজীবী হিসাববিদদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করবে বলেও তিনি মনে করেন।

আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত বাকি দেশগুলোর হিসাববিদরা এ সম্মেলনে অংশ নেবেন। আয়োজকরা জানান, সদস্যদেশগুলোর প্রায় পাঁচ শতাধিক হিসাববিদ এতে অংশ নিতে পারেন। এসব দেশের অর্থনীতিবিদরাও সম্মেলনে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জেপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।