মেহেরপুর: মেহেরপুর শহরের কায়েম কাটার মোড়ে ট্রাকের চাপায় মুকুল হোসেন (৩৮) নামে এক মুদি দোকনি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন জেলার গাংনী উপজেলার সহগলপুর গ্রামের হলদিপাড়ার সবদেল মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে মেহেরপুর শহর থেকে বাড়ি ফেরার পথে কায়েম কাটার মোড়ে দাঁড়িয়ে পরিচিতি এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন মুকুল। এসময় মেহেরপুর থেকে গাংনীগামী কলাবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালানোর সময় কাথুলী গ্রামের লোকজন ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক ব্যক্তিরা হলেন- চালক আবু বক্কর ও হেলপার তারেক মিয়া।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএটি/এসআই