ঢাকা: কামরাঙ্গীর চরে মজিবর রহমান (৫০) নামে এক বৃদ্ধ বিষ পান করে আত্মহত্যা করেছেন, দাবি তার পরিবারের সদস্যদের।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগের ইসলামবাগ এলাকার ‘সুমন প্লাস্টিক’ দোকানের মালিক মজিবর কামরাঙ্গীর চর আলীনগর ৫ নম্বর গলির ৫ নম্বর বাড়িতে বসবাস করতেন।
তার স্ত্রী সুলতানা বেগম জানান, মজিবর সম্প্রতি দ্বিতীয় বিয়ে করায় সকালে সুলতানা বেগমের সঙ্গে বিবাদ হয়। এক পর্যায়ে রাগ করে সুলতানা বাড়ি থেকে বের হয়ে যান। ফিরে এসে জানতে পারেন, মজিবর বিষ পান করেছেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত ব্যক্তির মৃত্যু সনদে চিকিৎসক মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়া উল্লেখ করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এজেডএস/এটি