ঢাকা: রাজধানীর ভাষানটেক এলাকায় একটি ১১তলা নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে ইউসুফ আলী (১৯) নামে এক শ্রমিক মারা গেছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৪০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউসুফ চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলার হাটের আফসার আলীর ছেলে।
তার সহকর্মী জহিরুল ইসলাম বলেন, সকাল ১০টায় দেওয়ান পাড়া এলাকায় ২০৩/৩, হাসান মোল্লার বাড়ির নির্মাণ কাজ করার সময় ছয়তলা থেকে পড়ে যায় ইউসুফ। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয় তার।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এজেডএস/এটি