ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাদকের আস্তানা গুড়িয়ে দিলো জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
মাদকের আস্তানা গুড়িয়ে দিলো জনতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় মাদকবিরোধী সমাবেশ শেষে মাদকের তিন আস্তানা ও মাদক ব্যবসায়ীদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে জনতা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সেখান থেকে মাদকসহ জহিরুল (৩৫) নামে  একজনকে আটক করে পুলিশ।

এরআগে স্থানীয় কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদকবিরোধী এ সমাবেশ অনু্ষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশের স্থানীয় নেতা আব্দুস ছাদেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাদকবিরোধী সমাবেশ শেষ করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জহিরুল, কালু ও আনোয়ারের মাদক আস্তানা এবং বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। পরে তারা আস্তানা ও বাড়ি ভেঙে দেয়।
 
পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জহিরুলকে আটক করে। তবে অপর দুই মাদক ব্যবসায়ি পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এলাকাবাসীর এমন উদ্যাগ প্রশংসনীয় ও অনুকরণীয়। প্রত্যেক এলাকায় এভাবে মাদককে প্রতিরোধ করা উচিত।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।