ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পাটগ্রাম সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
পাটগ্রাম সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে গরু পারাপারকালে ধাওয়া করে দুই বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের পচাঁভান্ডার সীমান্ত সংলগ্ন ৮৬২ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাদের আটক করে বিএসএফ সদস্যরা।



এরা হলেন, পাটগ্রামের টংটিংডাঙা গ্রামের শাহাজুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩৫) ও পাটগ্রাম পৌরসভার সাহেব ডাঙা গ্রামের জয়নাল হকের ছেলে লিটন হক (৩০)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানান, সকালে জগতবেড় ইউনিয়নের পচাঁভান্ডার সীমান্ত সংলগ্ন ৮৬২ নম্বর মেইন পিলারের ১/২ নম্বর সাব পিলারের কাছে দিয়ে ভারতের তেতলিরছড়া গ্রামের গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পার করে নিয়ে আসছিলেন কয়েক ব্যক্তি।

এ সময় ৩৫ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা উভয় দেশের গরু পারাপারকারীদের ধাওয়া করে। এতে ভারতীয় গরু ব্যবসায়ীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও বাংলাদেশি দুই জনকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবির শমসেরনগর ক্যাম্পের হাবিলদার নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৫/৬ জনের একটি দল গরু আনতে সীমান্তে গেলে বিএসএফ ওই বাংলাদেশিদের আটক করে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান, বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মদ বজলুর রহমান হায়াতী।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।