নীলফামারী: স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
পরে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলম, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম ফারুক ও বেসরকারি সংস্থা ইএসডিও’র জেলা হাইজিন কর্মকর্তা আরিফা খানম প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি সংস্থা ওসাপ’র আর্থিক সহযোগিতায় ইএসডিও’র সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রকল্পের উদ্যোগে আট শতাধিক শিক্ষার্থীকে স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার কলা-কৌশল শেখানো হয়।
‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন' স্লোগানে স্যানিটেশন মাস ও ‘স্বাস্থ্য পরিচর্যায় হাত বাড়াই’ স্লোগানে এবারের বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর আয়োজিত এ কর্মসূচিতে বেসরকারি সংস্থা ইএসডিও, প্ল্যান, ব্র্যাক, ইউএসটি, আশা ও আরডিআরএস’র কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএটি/টিআই