ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

এফডিসিতে শিশুদের নিয়ে উন্মুক্ত সংলাপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এফডিসিতে শিশুদের নিয়ে উন্মুক্ত সংলাপ ছবি: সংগৃহীত

ঢাকা: শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপের আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি ও গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) এ সংলাপের আয়োজন করা হয়।



এতে  প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, টিআইবি ট্রাস্ট্রিবোর্ডের চেয়ারম্যান ও আইন সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, পুলিশের যুগ্ম-কমিশনার কৃষ্ণ পদ রায় ও গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।