ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে মুখোশ নির্মাণ কর্মশালা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
রাজবাড়ীতে মুখোশ নির্মাণ কর্মশালা সম্পন্ন

রাজবাড়ী: রাজবাড়ীতে সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারের লক্ষে আয়োজিত সাত দিনব্যাপী মুখোশ নির্মাণ কর্মশালা শেষ হয়েছে।

কর্মশালার সমাপনী উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মঙ্গলনাটের আয়োজনে শহরের সেগুনবাগিচা এলাকার শিশু একাডেমির সামনে থেকে একটি  র‌্যালি বের করা হয়।



র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফটোসেশন করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, প্রধান প্রশিক্ষক সুমন সরকার, সহকারী প্রশিক্ষক হাসান প্রধান, মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, কর্মশালার উদ্যোক্তা ও সমন্বয়কারী মঙ্গলনাটের সাধারণ সম্পাদক ফকির জাহিদুল ইসলাম রুমন, চিত্র শিল্পী গোলাম আলী, অরণী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মনিরুল হক প্রমুখ।

পরে মুখোশ নির্মাণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ কর্মশালায় জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।