বগুড়া: জেলার শেরপুরে একটি লেপ-তোষকের দোকান থেকে ১৬ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় শেরপুর পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স রফিক বেডিং স্টোরে এ লুটের ঘটনা ঘটে।
মেসার্স রফিক বেডিং স্টোরের সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক বাংলানিউজকে জানান, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। শনিবার সকালে দোকানে এসে দেখেন শাটারের তালা ভাঙা ও ভেতরে কোনো মালামাল নেই।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমবিএইচ/আরএইচ