রাঙামাটি: রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগ ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় কলেজের গেটের পাশে বাঙালি মালিকানাধীন ৭টি দোকানে ভাঙচুর চালিয়ে দোকানিদের মারধর করেন পাহাড়ি ছাত্ররা। এছাড়া কলেজের গেটে রাখা দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে অর্ণব ত্রিপুরা নামে এক ছাত্রলীগ কর্মীকে ডেকে নিয়ে মারধর করেন পাহাড়ি কয়েক ছাত্র। পরে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় পাহাড়ি ছাত্ররা কলেজের বাইরে থাকা সাতটি দোকানে ভাঙচুর ও দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
আহত শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী অর্ণব ত্রিপুরার অভিযোগ, পিসিপি কর্মীরা তাকে বিনা উস্কানিতেই মারধর করেছে।
এ বিষয়ে পিসিপির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা বাংলানিউজকে জানান, তাদের কিছু কর্মী কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছাত্রলীগ বিনা উস্কানিতে ইট নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।
জানতে চাইলে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর