সাতক্ষীরা: ন্যায্য মজুরির দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ধর্মঘট ডেকেছে শ্রমিকরা।
শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বন্দরের চারটি শ্রমিক ইউনিয়ন একযোগে কর্মবিরতি শুরু করে।
এতে আমদানি-রফতানিকরা পণ্য সামগ্রী খালাস না হওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে বন্দর। বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।
ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষে সহকারী পরিচালক পার্থ ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরে শ্রমিকরা ধর্মঘট ডেকেছে। আমদানি-রফতানি চলছে। কিন্তু শ্রমিক ধর্মঘটে কাজ কিছুটা বিঘ্ন ঘটছে।
ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বাংলানিউজকে জানান, পণ্যবাহী ট্রাক প্রতি লোড ও আনলোডে শ্রমিকদের ৫০০ টাকা দেওয়ার নির্দেশনা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এসআইএস লজিস্টিক্যাল সিস্টেমের (জেভি) পরিচালক মনিরুজ্জামান শাহীন সেটি বাস্তবায়ন না করে শ্রমিকদের গাড়ি প্রতি মাত্র ১৪০ টাকা হারে দিচ্ছেন।
তিনি আরো জানান, এ প্রসঙ্গে চলতি বছরের প্রথম দিকে তিনি বাদী হয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। হাইকোর্ট চলতি মাসের ৬ অক্টোবর তাদের পক্ষে রায়ও দিয়েছেন। এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতের নির্দেশ অমান্য করে আগের ১৪০ টাকা হারে শ্রমিকদের মজুরি দিয়ে আসছেন।
এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের পাওনা টাকা পরিশোধ না করেও পরিশোধ করা হয়েছে- মর্মে শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে বন্দর চেয়াম্যানের কাছে একটি পত্র পাঠান।
বিষয়টি জানার পর শ্রমিকরা ৬ অক্টোবর বন্দর সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দিয়ে ১৫ অক্টোবরের মধ্যে বিষয়টি নিস্পত্তি করার জন্য শর্ত দেন।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি নিস্পত্তি না হওয়ায় বন্দর সংশ্লিষ্ট চারটি শ্রমিক ইউনিয়ন একযোগে ধর্মঘট ডেকে কর্মবিরতি শুরু করেছে। এর ফলে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আমদানি-রফতানির অপেক্ষায় বন্দরে আটকা পড়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএইচ