ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
পিরোজপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরে ইয়াবাসহ শাকিল আহমেদ মধু (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



শাকিল পিরোজপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি। তিনি শহরের মধ্যরাস্তা এলাকার মতিউর রহমান শেখ কালার ছেলে।

পিরোজপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোল্লা আজাদ হোসেন বাংলানিউজকে জানান, বলেশ্বর ব্রিজ এলাকায় চেকপোস্টের দায়িত্বরত ডিবি পুলিশের একটি দল মধুকে ১৩ পিস ইয়াবাসহ আটক করে।

ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাচনাইন পারভেজ বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া শাকিলের বিরুদ্ধে সাংবাদিক টিটু ও বাতেন কমিশনার নির্যাতন মামলাসহ জমিদখল এবং চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর১৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।