ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে ৫ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
শেরপুরে ৫ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শেরপুরে ৫ মাদক ব্যবসয়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলাম এ সাজা দেন।

 

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-পৌরশহরের দ্বাড়কিপাড়া এলাকার ইসমাঈল আকন্দের ছেলে মাসুম মিয়া (৩২) ও উপজেলার হামছায়াপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে শুকুর আলীকে (৫২) ৬মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের আজাহার আলীর ছেলে ফজর আলী (৩৮), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহরাফ ফকির (৪৫) ও  আশরাফ আলীর ছেলে তারিকুল ইসলামকে (৪২) ৩মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ অক্টোবর) ভোরে ও দুপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   আটকরা দীর্ঘদিন ধরে গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমবিএইচ/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।