ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে উদ্ধার হওয়া মরদেহ চরমপন্থি নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
মেহেরপুরে উদ্ধার হওয়া মরদেহ চরমপন্থি নেতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরের ইট ভাটায় উদ্ধার হওয়া মরদেহটি এলাকার শীর্ষ সন্ত্রাসী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের পাঞ্জাব হোসেনের (৪০)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নিহতের ছোট ভাই রফছেদ আলী মরদেহটি শনাক্ত করেন।



মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চরমপন্থিদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে শনিবার সকালে অজ্ঞাত পরিচয়ে মরদেহটি উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ। পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহত পাঞ্জাব হোসেন ছাতিয়ান গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে।

নিহত পাঞ্জাবের নামে গাংনী থানায় চারটি হত্যা, দুটি অস্ত্র আইনে, একটি চাঁদাবাজি ও বোমা বিস্ফোরণের মামলা রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, নিহত পাঞ্জাব চরমপন্থি সংগঠন প‍ূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছিলেন।

এদিকে, নিহতের স্ত্রী আহারন নেছা জানান, গত ৫ অক্টোবর রাতে ঢাকার নবীনগরের ভাড়া বাসা থেকে পুলিশ পরিচয়ে তাকে আটক করা হয়। ঢাকা ও মেহেরপুর জেলার বিভিন্ন থানায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

শনিবার সকালে মহাজনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মশিউর রহমানের পরিত্যক্ত ইটভাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাঞ্জাব হোসনের মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তাকে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।

** মুজিবনগরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।