ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় নারী কৃষকদের নিয়ে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
খুলনায় নারী কৃষকদের নিয়ে কর্মশালা

খুলনা: খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অবদানের স্বীকৃতি ও অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের আওতায় খুলনায় সাংবাদিকদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফ্যামের সহায়তায় গণমাধ্যম বিষয়ক সংস্থা সমষ্টি এ কর্মশালার আয়োজন করে।



কর্মশালায় খাদ্য নিরাপত্তায় নারীর অবদান, নারী কৃষকদের স্বীকৃতি ও অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা, নারী কৃষকদের নিয়ে গভীর প্রতিবেদন প্রণয়নের কলাকৌশল ইত্যাদি বিষয়গুলো আলোচিত হয়।

কর্মশালায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ২৩ সাংবাদিক অংশ নেন। এছাড়া নারী কৃষক নাজনীন আক্তার নিপা ও আশালতা ঢালী তাদের সাফল্য ও সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

কর্মশালা পরিচালনা করেন সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান ও রেজাউল হক। নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের প্রেক্ষাপট ও এর আওতায় পরিচালিত কার্যক্রম তুলে ধরে উপস্থাপনা করেন অক্সফ্যামের ক্যাম্পেইন অফিসার মৌসুমী বিশ্বাস। স্থানীয় পর্যায়ের কার্যক্রম সম্পর্কে জানান  লাভিং কেয়ার ফর অপ্রেসড্ সোসাইটির নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার। কর্মশালা সমন্বয় করেন স্থানীয় দৈনিক জন্মভূমির চিফ রিপোর্টার সোহরাব হোসেন।

কর্মশালায় জানানো হয়, ২০১১ সাল থেকে খাদ্য অধিকার, জলবায়ু অভিযোজন, অর্থনৈতিক ন্যায্যতার দাবিতে পরিচালিত বৈশ্বিক প্রচারাভিযান ’গ্রো’ এর আওতায় নারী কৃষকদের নিয়ে প্রচারাভিযানটি চলছে। গ্রো-এর অংশ হিসেবে প্রতিবছর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস, বিশ্ব খাদ্য দিবস এবং আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসগুলোকে কেন্দ্র করে সপ্তাহজুড়ে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি চলতে থাকে। এ বছরও ১৩-১৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গ্রো সপ্তাহ উদযাপিত হচ্ছে।

প্রচারাভিযানে অন্যান্য কর্মসূচির দেশের সাত বিভাগে সাংবাদিকদের জন্য উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমআরএম/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।