চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হান্নান শেখ (৫৫) নামে এক ঠিকাদারকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার পূর্ব সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের ছেলে আব্দুল আজিজ সুজন বাংলানিউজকে জানান, পাশের বাড়ির আবু তাহেরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। এ নিয়ে দুপুর ১২টার কথাকাটির একপর্যায়ে আবু তাহেরের দুই ছেলে ইমরান ও মমিন তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তার বাবাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর