ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবন রক্ষা আন্দোলনের রোড মার্চে পুলিশের লাঠিচার্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
সুন্দরবন রক্ষা আন্দোলনের রোড মার্চে পুলিশের লাঠিচার্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে গণতান্ত্রিক বাম মোর্চার রোড মার্চ মাগুরায় পৌঁছালে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে মোর্চার সমন্বয়ক সাইফুল হকসহ ১৫ জন আহত হয়েছেন।



শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে আসা রোড মার্চটি মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় আসলে পুলিশ বাধা দেয়।

পুলিশি বাধা উপেক্ষা করে দাবি আদায়ে আন্দোলনরত কর্মীরা রোর্ড মার্চ আব্যাহত রাখলে পুলিশ লাঠি চার্জ করে। এ সময় মোর্চার সমন্বয়ক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জোনায়েদ সাকী, শ্রমীক নেতা মোশরেফা মিশুসহ অন্যরা আহত হন।

মাগুরা ছেড়ে যাওয়ার আগে জুনায়েদ সাকী সাংবাদিকদের জানান,তাদের শান্তিপূর্ণ রোড মার্চে পুলিশ হঠাৎ করেই লাঠিচার্জ করে। এতে রোড মার্চে অংশ নেওয়া গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল হকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
 
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রোড মার্চের বিষয়ে কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি না নিয়ে মহাসড়ক অবরোধ করে মিছিল করায় তাদের দ্রুত গাড়িতে তুলে দেওয়া হয়েছে।

তেমন কোনো লাঠিচার্জ করা হয়নি বলেও জানান তিনি।

এ সময় রোড মার্চে অংশ নেওয়া কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তারা দ্রুত রোড মার্চ করে ঝিনাইদহর উদ্দেশে মাগুরা ত্যাগ করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।