ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনার পাট গুদামের আগুণ নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
খুলনার পাট গুদামের আগুণ নিয়ন্ত্রণে

খুলনা: খুলনা মহানগরীর দৌলতপুরের খান ব্রাদার্সের ভেতরে একটি পাট গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।



ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এবং অগ্নিনির্বাপক মটর সাইকেল মিলে মোট ১১টি ইউনিট বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক মো. বদরুল আলম বাংলানিউজকে জানান, মহানগরীর দৌলতপুরের খান ব্রাদার্সের ভেতরে এফ.আর জুট প্রেসের ১০নং পাট গুদামে ভয়াবহ আগুন লাগে। কী কারণে আগুনের সূত্রপাত এবং কত টাকা মূল্যের পাট পুড়েছে তাৎক্ষণিকভাবে সেটি বলা সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠানটির মালিক বিশিষ্ট পাট ব্যবসায়ী শরীফ ফজলুর রহমান শরীফ।
 
** খুলনায় পাট গুদামে আগুন


বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমআরএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।