ভোলা: ‘সবার জন্য চক্ষু সেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও চক্ষু রোগীদের সংবর্ধনার মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস।
শনিবার (১৭ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
পরে ফাউন্ডেশনের পরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, ডা. আবদুল মালেক, প্রবীণ সাংবাদিক এমএ তাহের, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ মুহাম্মদ শওকাত হোসেন প্রমুখ।
পরে ফাউন্ডেশনের সহায়তায় অপারেশনের মাধ্যমে দৃষ্টি ফিরে পাওয়া ছয়শ ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএটি/এসআর