মাগুরা: বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা গর্ববোধ করি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বরকতিয়া এসএআর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু বছর ধরে চলে আসা এ বন্ধন নিয়ে আমরা গর্ববোধ করি। সরকার সব ধর্মকে সমান গুরুত্ব দিচ্ছে। কিন্তু সম্প্রীতি নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, উন্নত ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। বিশ্বে একটি স্বাধীন মর্যাদাসম্পন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
পরে তিনি পৃথক অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে উপজেলার ১২১টি মণ্ডপের জন্য ৯ হাজার টাকা করে সরকারি সহায়তার চেক বিতরণ করেন।
মাগুরার জেলা প্রশাসক মুহা. মাহাবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন হোসেন, যুবলীগ নেতা অধ্যাপক বিপ্লব রেজা বিকো, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. রিয়াজুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শণ কুমার রায়, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ও কানু তেওয়ারী।
এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর