ঢাকা: ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ বছর।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে পোস্তগোলা ব্রিজ শশ্মানঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে পচন ধরা মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই ব্যক্তির পরনে ছিল শার্ট ও কালো জিন্স। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এজেডএস/আরএইচ