ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ফরিদগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ওই কিশোরীকে গুরুতর আহত অবস্থায় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বজনরা এ অভিযোগ তুলেন।

পরে কর্তব্য চিকিৎসক কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান।

স্থানীয় কাউন্সিলর মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের হত দরিদ্র কৃষকের প্রতিবন্ধী কিশোরীকে (১৪) একই গ্রামের হেলাল (২৮) জোর করে বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

তিনি বলেন, কিছুক্ষণ পর ঘটনাটি জানতে পেরে কিশোরীর মা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান।

ফরিদগঞ্জ থানার থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, এ বিষেয় আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।