দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে ঢাকা শিক্ষা অফিসের কর্মকর্তা পরিচয়দানকারী মো. সিরাজুল ইসলাম (৪৮) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার সময় উপজেলার ভোগনগর ইউপির নওগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজুল ইসলাম নিজেকে ঢাকা শিক্ষা অফিসের কর্মকর্তা পরিচয় দেন। তিনি বীরগঞ্জ উপজেলার বিভিন্ন মানুষকে শিক্ষা অফিসে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন।
কিন্তু দীর্ঘদিন ধরে তার খোঁজ না পাওয়ায় ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর