ঢাকা: ভোলা জেলার দৌলতখান উপজেলার ইতিহাস গ্রন্থ রচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ গ্রন্থটি প্রকাশিত হতে যাচ্ছে।
এতে দৌলতখানের ইতিহাস-ঐতিহ্য, বিশিষ্ট ব্যক্তি, গুরুত্বপূর্ণ স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন সংগঠন ও সংস্থার তথ্যের সমারোহ থাকবে এ গ্রন্থে। এখানকার সভ্যতা-সংস্কৃতি ও পুরনো দিনের না জানা নানা তথ্য পাওয়া যাবে এতে।
থাকবে এ উপজেলায় জন্ম নেওয়া প্রবীণদের স্মৃতিচারণ। স্বাধীনতা যুদ্ধে এ উপজেলার বীরশ্রেষ্ঠ, বীরবিক্রম ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের সঠিক তথ্য। এ উপজেলার বাসিন্দারা উপজেলার ইতিহাস গন্থ রচনায় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন।
এখনো এতে যাদেরকে সম্পৃক্ত করা যায়নি তাদেরকে (০১৭১১৪৪২৬৫৫ & [email protected]) ফোন অথবা ই-মেইলে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।
প্রসঙ্গত, ২০১০ সালের শুরুর দিকে ঐতিহ্যবাহী ‘দৌলতখান’ উপজেলার ইতিহাস গ্রন্থ রচনার উদ্যোগগ্রহণ করেছেন তরুণ সাংবাদিক সৈয়দ সাইফুল ইসলাম। পাঁচ বছরেরও বেশি সময় ধরে তথ্য সংগ্রহের কাজ চলেছে। সবার সহযোগিতা পেলে এ উদ্যোগ শতভাগ সফল হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বিএস