খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমানের পিতা ফজলুর রহমান শেখ ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় নিজ বাস ভবন খুলনার ডুমুরিয়া থানার মেছাঘোনা গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার খান আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী নামাজে জানাজায় অংশ নেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান, বিভাগীয় প্রধানরাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমআরএম/বিএস