সাভার (ঢাকা): সাভার থানা রোডে একটি ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ অক্টোবর) আরিফা বেগম (৩৫) নামের ওই রোগীর মৃত্যু হয়।
আরিফার মামাতো ভাই সোহেল বাংলানিউজকে জানান, সিজার করার সময় চিকিৎসক তার রক্তনালী কেটে ফেলে। এ কারণে তাকে প্রাইম হাসপাতালেই আট ব্যাগ রক্ত দিতে হয়। অবস্থার আরও অবনতি হলে আরিফাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরিফার উত্তেজিত স্বজনরা তার মৃত্যুর পর প্রাইম হাসপাতালে ভাংচুরের চেষ্টা চালায় বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রাইম হাসপাতালের অ্যাসিস্টেন্ট ম্যানেজার নসরুল্লা বারী মঈন এ ব্যাপারে বাংলানিউজকে জানান, প্রাইম হাসপাতালের পরিচালক এবং গাইনী ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. খালেদা খাতুন (এ্যানি) গত ১৫ অক্টোবর বিকালের দিকে আরিফার সিজার করেন। এ সময় তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। এরপর থেকে রোগীর অবস্থার অবনতি হতে থাকে।
ডা. খালেদা খাতুন (এ্যানি) জানান, সন্তান প্রসবের পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ (ডিআইসি) হতে থাকে। কোনোভাবে তার রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। ১৬ অক্টোবর সন্ধ্যায় অবস্থার আরও অবনতি হলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আমজাদুল হক জানান, প্রসূতি মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে রয়েছেন গাইনী কনসালটেন্ট ফারজানা আফসুরত, এনেসথেসিয়া চিকিৎসক ডা. সানোয়ার হোসেন ও সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
আরএইচ