ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ইমরানকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ইমরানকে হত্যার হুমকি, থানায় জিডি ডা. ইমরান এইচ সরকার

ঢাকা: আরাফ আল ইসলাম(Araf Al Islam) নামে একটি ফেসবুক আইডি থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এজন্য পুলিশের পরামর্শমতো থানায় জিডি করেছেন তিনি।



জিডি গ্রহণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক।

শনিবার(১৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগ থানায় জিডি করেন ইমরান এইচ সরকার।

শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে তাকে হত্যার এ হুমকি দেওয়া হয় বলে দুপুরে তার ভ্যারিভাইড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান তিনি।

ইমরান এইচ সরকার তার স্ট্যাটাসে লিখেছেন, Araf Al Islam Isb (Islamic State Bangladesh?) নামে এক উগ্র ধর্মান্ধ সন্ত্রাসী আজ সকাল ১০টা ১৯ মিনিটে আমাকে হত্যার হুমকি দিয়েছে। সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশিদের মতো করে আমাকে হত্যা করা হবে।

ইমরান তার স্ট্যাটাসে আরও লিখেন, পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যক্তিগত মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে।

আমি এই উগ্র সন্ত্রাসীর কাপুরুষোচিত হুমকিতে মোটেই ভীত নই। তবে, সকলের অবগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর জ্ঞাতার্থে বিষয়টি জানিয়ে রাখলাম।

অপর এক স্ট্যাটাসে তিনি লিখেন, সমাজের সব শ্রেণিপেশা-বয়সের মানুষকেও এই দেশবিরোধী উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সব বিভেদ ভুলে আমাদের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসএ/ এনএ/ পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।