ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার রেল লাইন থেকে দুই নারীসহ ৬ মাদক ব্যসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন উত্তর বিভাগ।
আটকরা হলেন- আনোয়ার, বাবু, কালাম, পলাশ, শাহনাজ ও সালমা।
আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোপলিটনের উপ-পরিচালক (ডিডি) মুকুল চাকমা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে দুই নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা ওই এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি আরো বলেন, অভিযানে তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ১০ হাজার টাকা, ১’শ পিস ইয়াবা এবং ৩ কেজি ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে বলে জানান উপ-পরিচালক (ডিডি) মুকুল চাকমা। কাওরান বাজারের রেল লাইন এলাকা মাদকের আঁখড়া হিসেবে পরিচিত উল্লেখ করে মুকুল চাকমা বাংলানিউজকে বলেন, ওই এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এনএইচএফ/বিএস