চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ গল্লাক এলাকার একটি বিল থেকে ইসমাইল হোসেন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত জেলে ইসমাইল উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের খাসের বাড়ির মমতাজ উদ্দিনের ছেলে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী নিহতের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, ইসমাইল প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে বের হয়। অন্যান্য দিন রাতে বাড়ি ফিরলেও শুক্রবার আর বাড়ি ফিরেনি। সকালে তার নিথর দেহ গল্লাক কলেজের অদূরে একটি বিলের মধ্যে নৌকা পাশেই পড়ে থাকতে দেখে লোকজন।
পরে পুলিশকে সংবাদ দেয়া হলে দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোস্তফা কামাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএইচ