রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পেঁচারদ্বীপ হিমছড়ি এলাকায় দিন দুপুরে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেশীয় বেশ কিছু অস্ত্রসহ ১০জনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- আরিফ (৩৫), শফি (৫৭), সোহেল রানা (৩০), আব্দুল মালেক (৩১), মনির হোসেন (২৮), রফিক (২৫), সাহাব উদ্দিন (২৪), ফিরোজ (২৫), মোজাম্মেল হক (৩০), মোস্তাক (৪৫)। তাদের বাড়ি রামু ও কক্সবাজারের বিভিন্ন এলাকায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএইচ