ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রামুতে সংঘর্ষে আহত ৮, আটক ১০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
রামুতে সংঘর্ষে আহত ৮, আটক ১০

রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পেঁচারদ্বীপ হিমছড়ি এলাকায় দিন দুপুরে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঘটনা ঘটে।

তবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেশীয় বেশ কিছু অস্ত্রসহ ১০জনকে আটক করেছে পুলিশ।
 
এরা হলেন- আরিফ (৩৫), শফি (৫৭), সোহেল রানা (৩০), আব্দুল মালেক (৩১), মনির হোসেন (২৮), রফিক (২৫), সাহাব উদ্দিন (২৪), ফিরোজ (২৫), মোজাম্মেল হক (৩০), মোস্তাক (৪৫)। তাদের বাড়ি রামু ও কক্সবাজারের বিভিন্ন এলাকায়।
 
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।