ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘ফেসবুক অ্যাকাউন্টটি ধর্মান্ধ সন্ত্রাসীর হতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
‘ফেসবুক অ্যাকাউন্টটি ধর্মান্ধ সন্ত্রাসীর হতে পারে’ ডা. ইমরান এইচ সরকার

ঢাকা: হত্যার হুমকি দেওয়া ফেসবুক অ্যাকাউন্টটি কোনো উগ্র ধর্মান্ধ সন্ত্রাসীর হতে পারে বলে ধারণা করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ ধ‍ারণার কথা জানান তিনি নিজেই।



এ ঘটনায় বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইমরান।

ফেসবুকে হুমকি ও জিডির বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় ইমরান এইচ সরকার বলেন, আরাফ আল ইসলাম আইএসবি নামে একটি অ্যাকাউন্ট থেকে সকাল ১০টা ১৯ মিনিটে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়-‘আমার মৃত্যু খুব নিকটে, বিদেশিদের মতো আমাকে হত্যা করা হবে। ’

ইমরান বাংলানিউজকে বলেন, ‘আমি ধারণা করছি, হুমকি দেওয়া অ্যাকাউন্টটি কোনো উগ্র ধর্মান্ধ সন্ত্রাসীর হতে পারে। কারণ তার ফেসবুক পেজে বিভিন্ন জঙ্গি সংগঠনের লাইক রয়েছে। এছাড়া পর্যালোচনায় দেখেছি, সে তার ব্যক্তিগত মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজের কথা উল্লেখ রয়েছে।

তিনি বলেন, শনিবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ‘আরাফ আল ইসলাম আইসবি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এ হুমকি আসে। এ ঘটনায়  বিকেল সোয়া ৫টায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। জিডি নং ৯৫৬।
 
ইমরান বলেন, আমাকে ফোনে, ইন্টারনেটের মাধ্যমে একের পর এক হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজকের হুমকিটা একটু ব্যতিক্রম মনে হয়েছে কারণ আজকে হুমকিদাতা লিখেছে আমাকে বিদেশিদের মতো হত্যা করা হবে। হুমকিতে আমি ভীত না হলেও একটা দৃষ্টান্ত যেনো হয় এ জন্যই আমি থানায় জিডি করেছি।

তিনি বলেন, যারা ইন্টারনেটে বা মোবাইলে এ রকম হত্যার হুমকি দিয়ে থাকে তারা কেউ এখনও শাস্তির আওতায় আসেনি। আমি চাই হুমকিদাতারা চিহ্নিত হোক। আইনের আওতায় আসুক।

প্রসঙ্গত, সম্প্রতি ইতালি নাগরিক সিজার তাবেলা ঢাকায় এবং জাপানি নাগরিক কোনি হোসিও রংপুরে খুন হন। এ খুনের ঘটনা এখনও স্পষ্ট হয়নি।

** ইমরানকে হত্যার হুমকি, থানায় জিডি

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এডিএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।