বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে ১৩শ’ কেজি ভারতীয় ফলের একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় বেনাপোল সীমান্তের পুটখালী সড়কে ফলের চালানটি উদ্ধার করা হয়।
২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলের চালানটি বেনাপোল কাস্টমস শাখায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতি অবৈধ ভারতীয় একটি ফলের চালান বেনাপোল সীমান্ত পথে আসার খবর পেয়ে অভিযান বিজিবি। এ সময় চোরাচালানকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ফলের কার্টন রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা কার্টন থেকে ৭২৮ কেজি আপেল, ৫৪০ কেজি কমলা এবং আরও কিছু অন্যান্য ফল উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই